ঢাকা: বর্তমান সরকারকে মানবতাবিরোধী আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ভিন্নমত পোষণ এদের সহ্য হয় না। এরা একাত্তর ও গণতন্ত্রের বিরোধী।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে মাসিক ‘ঊর্মি’ পত্রিকা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, এক শ্রেণির লোক বাদে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের গেলে অন্য সবাই আতঙ্কে থাকেন।
এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রবিরোধী এ ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই।
আয়োজক সংগঠনের সভাপতি শাহাদত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- চাষী নজরুল ইসলামের সহধর্মিণী জোসনা কাজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/এমএন/ এএটি/আরএম