ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্বিতীয় দফার নির্বাচন

৬৭২ ইউপিতে প্রার্থী ঘোষণা আ. লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
৬৭২ ইউপিতে প্রার্থী ঘোষণা আ. লীগের ছবি: বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় দফায় ৬৭২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়।



এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রার্থীদের কাছে পৌঁছে দিতে শুরু করেছে দলটি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দলের প্রার্থীদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, মেজবাহ উদ্দিন সিরাজ ও বীর বাহাদুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

তালিকা দেখতে  নিচের লিংকগুলোতে ক্লিক করুন:

* ১

* ২

* ৩

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।