গোপালগঞ্জ: দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপাগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
এ উপজেলায় মোট ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১টি ইউনিয়নের মধ্যে বর্তমান ৯টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানগণ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। এরা হলেন-কুশলা ইউনিয়নে কামরুল ইসলাম বাদল, পিঞ্জুরী ইউনিয়নে মো. আবু ছাইদ শিকদার, হিরন ইউনিয়নে মুন্সী এবাদুল ইসলাম, কলাবাড়ী ইউনিয়নে মাইকেল ওঝা, রাধাগঞ্জ ইউনিয়নে অমৃত লাল হালদার, রামশীল ইউনিয়নে খোকন বালা, শুয়াগ্রাম ইউনিয়নে মনিন্দ্রনাথ হালদার, কান্দি ইউনিয়নে উত্তম কুমার বাড়ৈ, আমতলী ইউনিয়নে হান্নান শেখ।
বাকী দু’টি ইউনিয়নে নতুন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এরা হলেন সাদুল্লাপুর ইউনিয়নে ভীম চন্দ্র বাড়ৈ ও বান্ধাবাড়ী ইউনিয়নে মহব্বত আলী গোলদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়ন দিয়েছেন। দলের নেতাকর্মীরা দলীয় প্রাথীর পক্ষে কাজ করবেন বলেও তিনি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএ