জামালপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী দিনে লড়াই হবে ভোটের মাধ্যমে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
তিনি বলেন, ২৫ বছর আগে ক্ষমতা ছেড়েছি। আজও জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়নি। জাতীয় পার্টি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে।
এরশাদ আরো বলেন, যারা জাতীয় পার্টি নিয়ে আমাদের বিরুদ্ধে সমালোচনা ও ষড়যন্ত্র করেছে তারা আজ কোথায় আছেন? তাদের ঠিকানা আজ নেই। কিন্তু আমরা আছি, জাতীয় পার্টির কর্মীরা আছে এবং জাতীয় পার্টি থাকবে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর পৌর পাবলিক জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরআগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এতে সভাপতিত্ব করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফয়সাল আহম্মেদ।
জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাফিজুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জিল্লুর রহমান বিপু, মেলান্দহ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা কিসমত পাশা প্রমুখ।
সম্মেলন শেষে এরশাদ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে এম এ সাত্তার, সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল এহসান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসআর