খুলনা: রাজাকারের ছেলে খ্যাত সরদার আব্দুল হাদীর মনোনয়ন প্রত্যাহার করে নিল আওয়ামী লীগ। তার স্থলে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে দলের খুলনা জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন। ফলে সরদার আব্দুল হাদীর স্থলে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন মুশফিকুর রহমান সাগর।
শেখ হারুনুর রশীদ বলেন, আব্দুল হাদী সরদারের বাবা আব্দুল হাকিম সরদার সুরখালী ইউনিয়নে মুক্তিযুদ্ধের সময়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। হত্যা ও গুমে সে সময়ের বিভীষিকা এখনো মানুষ ভুলতে পারেনি। এসব অভিযোগে তার মনোনয়ন বাতিল করে সুরখালীতে মুশফিকুর রহমান সাগরকে মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরদার আব্দুল হাদীর বাবা রাজাকার- এমন অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরের পক্ষে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছিলো তৃণমূল নেতাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
একইভাবে সরদার আব্দুল হাদীর পক্ষেও অভিযোগ মিথ্যা বলে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছিলেন মুক্তিযোদ্ধাদের একটি অংশ।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমআরএম/এসএইচ