ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় মিন্টুর আত্মসমর্পণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
নাশকতার মামলায় মিন্টুর আত্মসমর্পণ আবদুল আউয়াল মিন্টু

ঢাকা: রাজধানীর পল্টন থানায় নাশকতার পাঁচ মামলাসহ সাত মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন ও খুরশীদ আলমের আদালতে আত্মসমর্ণণ করে জামিন চান তিনি।

কিছুক্ষণের মধ্যেই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মিন্টুর আইনজীবী তাহেরুল ইসলাম তওহীদ বাংলানিউজকে এ বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।