ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নালিতাবাড়ীতে আ’লীগের ১০ বিদ্রোহী প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
নালিতাবাড়ীতে আ’লীগের ১০ বিদ্রোহী প্রার্থীকে শোকজ

শেরপুর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে ১০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
 
এছাড়া, ২ মার্চের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হয়েছে।

অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ শোকজ সোমবার (২৯ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে।  
 
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন- নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই আজাদ, রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম খোকা, কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, সদস্য নাজমুল হাসান ও নিয়ামুল কাউসার সোহাগ, যোগানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, বাঘবেড় ইউনিয়নে ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান রিয়াদ, কলসপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক কলসপাড় ইউনিয়ন কমিটির সভাপতি ফকর উদ্দিন নয়ন।
 
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।