খুলনা: প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার বুধবার (০২ মার্চ) বিকেল ৫টায় শেষ হয়েছে। খুলনার অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (০৩ মার্চ) রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে ১৫ জনের। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী। বর্তমানে ইউনিয়নে প্রার্থী আছে ৬২ জন।
ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির ৩ জন করে বিদ্রোহী এবং একজন স্বতন্ত্র প্রার্থী।
৪টি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন প্রার্থী আছেন ৪৩ জন।
পাইকগাছা উপজেলায় প্রত্যাহার করেছেন ৭ জন। এর মধ্যে জামায়াতের ২ জনসহ বাকিরা স্বতন্ত্র প্রার্থী। বর্তমানে পাইকগাছার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪২ জন।
কয়রা উপজেলায় ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে দুই জন আওয়ামী লীগের এবং ১ জন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী। বর্তমানে কয়রার ৭টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী।
খুলনার দাকোপ উপজেলায় কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন।
রূপসা উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ ৩ ও জাতীয় পার্টির ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বর্তমানে উপজেলার ৪ ইউনিয়নে প্রার্থী আছেন ১৭ জন।
তেরখাদা উপজেলায় ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী। বর্তমানে উপজেলার ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমআরএম/জেডএস