কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই পদত্যাগ করেছেন, করবেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্থানীয় পর্যায়েও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে- এ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তাদের ব্যর্থতার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে শান্তনা খোঁজার চেষ্টা করছেন।
বিএনপি অগণতান্ত্রিক দল উল্লেখ করে হানিফ বলেন, এদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
হানিফ সাংবাদিক মাহফুজ আনাম ও ওয়ান ইলেভেনের কুশীলবদের সর্ম্পকে বলেন, এটা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। অনেকেই দাবি করেছেন তদন্ত কমিশন গঠন করে ওয়ান ইলেভেনের সঙ্গে জড়িতদের বিচার করা হোক। আমি মনে করি তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ এবং সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএ