বরিশাল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ১০ উপজেলায় ৭৪টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টা থেকে এ প্রতীক বরাদ্দ স্ব স্ব উপজেলা পরিষদে রিটার্নিং ও নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দেওয়া হয়।
প্রথমবারের মতো দলীয় মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে স্ব-স্ব নির্বাচন অফিসারের কার্যালয়ে আসে।
প্রতীক নেওয়া রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরআগে ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত জেলায় ইউপি নির্বাচনে ৪ হাজার ২১ প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়।
এরমধ্যে বুধবার বরিশাল জেলায় ৭৪ ইউনিয়নে ২৫৬ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে। যেখানে ৪৪জন চেয়ারম্যান, ২৬ জন সংরক্ষিত সদস্য ও ১৮৬ জন সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছেন।
এরআগে বিভিন্ন অভিযোগে ৭ চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য পদের ৯ ও সাধারণ সদস্য পদের ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি। এছাড়াও প্রত্যাহার করে নিয়েছে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা।
নৌকা প্রতীকের প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা বলছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করলে আর ভোটররা নির্বিঘ্নে ভোট দিকে পারলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রথম বার দলীয় প্রতীক নৌকায় নির্বাচন হওয়ায় তার কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি জনসাধারণের সাড়া পড়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম ছবি।
এদিকে সুষ্ঠু নির্বাচন আর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আবারো বিজয়ী হবেন বলে জানানা রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন।
সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, আজ প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচারে নামতে পারবেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, যা আগামী ২২ মার্চ নির্বাচনের দিন পর্যন্ত বজায় থাকেব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসএইচ