ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা-তারেকের মনোনয়নপত্র দাখিল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
খালেদা-তারেকের মনোনয়নপত্র দাখিল

ঢাকা: বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

শুক্রবার (০৪ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।



মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচনের রিটার্নিং অফিসার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় সহকারী রিটার্নিং অফিসার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

এরপর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্রে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ১৮ জন প্রস্তাবক ও ১৮ জন সমর্থক রয়েছেন।

শনিবার (০৫ মার্চ) মনোনয়নপত্র বাছাই ও পরদিন রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির পক্ষ থেকে সংবাদকর্মীদের আপ্যায়ন করানো হয়।

বিএনপির জাতীয় কাউন্সিল আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।