ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘কাউন্সিল পণ্ড করার ষড়যন্ত্র হচ্ছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
‘কাউন্সিল পণ্ড করার ষড়যন্ত্র হচ্ছে’ গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: বিএনপির জাতীয় কাউন্সিল পণ্ড করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (০৪ মার্চ) সকালে কাউন্সিলের স্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



গয়েশ্বর বলেন, কাউন্সিলে অংশ নিতে দেশের বিভিন্ন ‌জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের সব লোকের সংকুলান হবে না। তাই কাউন্সিল করতে সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশ আমাদের প্রয়োজন হতে পারে। সুষ্ঠু ও সুন্দরভাবে কাউন্সিল করতে সরকারের সাহায্য প্রয়োজন।
 
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ কাউন্সিলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, কেউ কাউন্সিল বিঘ্নিত করার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীদের নিয়ে তা প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ।

আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।