ঢাকা: কিছু লোক রাজনীতিতে ব্যর্থ হয়ে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতির স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
শুক্রবার (০৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, যারা এখনো ভাবছেন দেশে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি হবে, তাহলে ভুল করছেন। এ স্বপ্ন আর কখনো বাস্তবায়ন হবে না।
তিনি আরো বলেন, সততা, সাহস ও কমিটমেন্টের অভাবে বিএনপি আজ দেউলিয়া হয়ে গেছে। কতোটা দেউলিয়া হয়ে গেছে যে, কাউন্সিলের জন্য তারা অনুমতি চায়। সরকার যদি তাদের কাউন্সিলে বাধা দিতো তাহলে ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে অনুমতি পেতো না।
আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার প্রস্তুতি হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসকে/এমএস/বিএস