ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এটা আশা করা যায় না। তারা এখন কঠোর হওয়ার কথা বলছেন।
শুক্রবার (৪মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এভাবেই ইসির সমালোচনা করেন খন্দকার মাহবুবসহ অন্যান্য বক্তারা।
'বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং নির্বাচন কমিশনের ভূমিকা' শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল।
খন্দকার মাহবুব আরও বলেন, ‘আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তারা এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আরো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এবার আওয়ামী লীগের কর্মীদের দায়িত্ব পালনের অধিক সুযোগ সৃষ্টি করছে ইসি। ’
এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে যেসব জায়গায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, সেসব ইউপিতে পুনঃতফসিল ঘোষণার দাবি জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারাও নির্বাচন কমিশনের ব্যাপক সমালোচনা করেন। ব্যারিস্টার পারভেজ আহমেদ বলেন, ‘৫ জানুয়ারিতে নির্বাচনে মাধ্যমে যে সংস্কৃতি চালু করা হয়েছিল, সেটার ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। অবস্থাদৃষ্টে নির্বাচন কমিশন এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্ধিত অংশে পরিণত হয়েছে’।
বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,‘ইসির কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। কেননা, তেঁতুল গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া যায় না। ’
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন,‘সিইসি শেষ বুলেট পর্যন্ত ব্যবহার করতে বলেছেন। কিন্তু বুলেট কেন ভোটে ব্যবহার হবে? কাজেই এই বুলেট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার না হয়ে ২০ দলের নেতা-কর্মীদের উপর ব্যবহারের শঙ্কা থেকে যায়। ’
তিনি জোটের নেতাদের উদ্দেশে বলেন, ‘নিরাপদ বেষ্টনীর মধ্যে থেকে সরকার বিরোধী আন্দোলন সফল হবে না। কর্মীদের পাশে দাঁড়াতে হবে। ’
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি এমএ হালিম বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ভয়,উৎকণ্ঠা বিরাজ করছে। কেননা, নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে। ’
আলোচনা সভায় ২০ দলীয় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
ইইউডি/আরআই