খুলনা: খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম আবারও দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (০৪ মার্চ) মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের।
পরে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন নিতে পরামর্শ দেওয়া হয়।
এর আগে ২০১৪ সালে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ২৫ মার্চ শেখ আবুল হোসেনকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করেছিলেন।
নগরীর জাতিসংঘ পার্কে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, বিএনপির জনসমর্থন আছে, কিন্তু সাংগঠনিক ভিত্তি নাই। তারা রাস্তায় দাঁড়াতে পারে না। তবে, জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আছে, তারা রাস্তায় দাঁড়াতে পারে। তাই এরশাদের দলকে শক্তিশালী করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
সেখানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান ট্যাপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনিল শুভ রায়, পার্টির যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ।
সম্মেলন পরিচালনা করেন মহানগর জাপার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও মহানগর যুগ্ম সম্পাদক এম আল-মামুন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমআরএম/পিসি