ঢাকা: দেশের সব বামেরা এক সঙ্গে দাঁড়ালে পরিবর্তনের সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
শুক্রবার (০৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ছাত্রমৈত্রীর সাবেক সহ-সভাপতি ড. লেলিন অাজাদের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
বাদশা বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে ভেবেছিল তারা বিশ্বে তাদের জন্য অনূকুল পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু তা হয়নি বরং জটিল পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশের বামেরা এক সঙ্গে দাঁড়াতে পারলে আমাদের নিজস্ব পরিবর্তনের সম্ভবনা রয়েছে। অার যদি অামরা না দাঁড়াতে পারি তবে খুব ভুল হবে।
ওয়ার্কার্স পার্টির এই নেতা অাওয়ামী লীগের সমালোচনা করে বলেন, অাওয়ামী লীগ অার এখন সেই দল নেই। তাদের কর্মীদের যদি মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে তারা কিছুই বলতে পারবে না।
অন্যান্য বক্তারা বলেন, লেলিন এদেশের শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামের সক্রিয়কর্মী। শুধু তাই নয় তিনি সমাজ পরিবর্তনেও কাজ করেছেন ও গবেষণা করেছেন।
ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাম নেতা টিপু বিশ্বাস, অাতাউর রহমান ঢালী, সালাউদ্দিন অাহমেদ, অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমআইকে/আইএ