ঢাকা: ভবিষ্যতে দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হলে ক্রসফায়ারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, শেখ হাসিনা গায়ে রক্ত মেখে ক্ষমতায় এসেছেন। দেশে সত্যিকার ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকলে তিনিই হতেন গুম, খুন, অপহরণের প্রধান আসামি। ভবিষ্যতে যদি দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হয়, তবে ক্রসফায়ারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি হবেন।
বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দাবি করে রিজভী বলেন, এই ঘুরে দাঁড়ানো দেখে শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। এ কারণে তিনি আবোল-তাবোল ও অসভ্য কথাবার্তা বলছেন।
বিএনপির কাউন্সল প্রসঙ্গে দলের এ যুগ্ম-মহাসচিব বলেন, কাউন্সিল নিয়ে সরকার বিভিন্নভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে, যেন আমাদের মধ্যে কেউ নমিনেশন সাবমিট করে। কিন্তু নেতাকর্মীরা তাদের ওপর আস্থা রেখে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন।
রিজভী বলেন, শেখ হাসিনা স্বাভাবিক মানুষের মতো নন, পাগলগারদ থেকে পাগলেরা যেমন কথা বলেন, তিনি ও তার মন্ত্রীরা সেইভাবেই কথা বলছেন। একই ভাষায় কথা বলছেন তার আইন-শৃঙ্খলা বাহিনীর ডিআইজি ও এসপিরা।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এ মামলা তো আওয়ামী লীগের মামলা, এ মামলা তো রাজনৈতিক মামলা। আপনি (শেখ হাসিনা) ক্ষমতায় এসে তার নাম ঢুকিয়েছেন। এটা জনগণের মামলা নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির অপর ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমআইকে/এইচএ