খুলনা: জামায়াতের ডাকা বুধবার (০৯ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে শিল্পনগরী খুলনা।
এদিন সকাল ৬টা থেকে হরতাল শুরুর পর সকাল ১০টা পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীতে স্বাভাবিকভাবেই গণপরিবহন চলাচল করছে। অফিস-আদালত, কল-কারখানা, দোকানপাট খুলেছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও খোলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, জামায়াত নেতার ফাঁসির রায়কে কেন্দ্র করে যেনো কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা না হয়, সেজন্য সজাগ রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে মঙ্গলবার (০৮ মার্চ) আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘন্টা, মার্চ ০৯, ২০১৬
এমআরএম/টিআই