ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়া থেকে মান্নান মারুফ

‘আহমেদ কামালের দল গঠন অপ্রত্যাশিত’

মান্নান মারুফ ‍ও বেলাল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
‘আহমেদ কামালের দল গঠন অপ্রত্যাশিত’ জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল

বগুড়া থেকে: জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বিচ্যুতির কারণেই রাজনীতির মাঠে নেমেছেন তারই ভাই আহমেদ কামাল। বগুড়া জেলা বিএনপি ও ‍অন্যান্য দলের রাজনীতিকরা এমন মন্তব্য করেছেন বাংলানিউজের কাছে।


 
বুধবার (০৯ মার্চ) সকালে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা হয়।

আলাপকালে নেতাদের মধ্যে কেউ এটাকে অপ্রত্যাশিত বলেছেন। কেউ মনে করছেন, জিয়ার আদর্শ বাঁচিয়ে রাখতে তার ভাইয়ের এই উদ্যোগ। আবার কেউবা বলছেন, বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরে যাওয়ার কারণেই এ নতুন দল গঠনের উদ্যোগ নিয়েছেন জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল।
 
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাই আহমেদ কামালের দল গঠন নিয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বাংলানিউজকে বলেন, আহমেদ কামাল জিয়াউর রহমানের ভাই। এ নিয়ে কোনো মন্তব্য নেই। তবে তার দল গঠনের বিষয়টি অপ্রত্যাশিত। শুনেছি, তিনি নতুন দল ঘোষণা করবেন। তার বাড়ি বগুড়া হলেও তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যোগাযোগও নেই। তিনি যা করছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়।

জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ও ভালো মানুষ উল্লেখ করে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বাংলানিউজকে বলেন, তার ভাই আহমেদ কামালসহ জিয়ার পিতৃকূলের সদস্যরা ছিলেন খালেদার কাছে অবহেলিত। জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে এ পরিবারটির কোনো খোঁজ-খবরও রাখতেন না খালেদা।
 
তবে খালেদা সরকার প্রধান হলে তার বোন-ভাইয়েরা সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন। এ ক্ষোভ থেকেও দল গঠন করতে পারেন আহমেদ কামাল- মনে করেন জেলার এই আওয়ামী লীগ নেতা।   
 
তিনি বলেন, জিয়ার পরিবারের সদস্যদের শুধু দূরে সরিয়েই রাখতেন না খালেদা, বরং দূর থেকে বিএনপি নেতাকে ধরে এনে বগুড়ায় জাতীয় নির্বাচন করানো হতো। কিন্তু তার ভাইকে দিয়ে কখনও নির্বাচন করার কথা চিন্তাও করতেন না খালেদা জিয়া।
 
এছাড়া জিয়া যে আদর্শকে সামনে রেখে বিএনপিকে গড়ে তুলেছিলেন, বর্তমান বিএনপি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামায়াত-শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে। তারা জঙ্গি সৃষ্টি করছে। এ কারণে বর্তমান বিএনপির জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। এখনও জিয়ার আদর্শকে বাঁচিয়ে রাখতেই হয়তো তার ভাই আহমেদ কামাল রাজনীতিতে আসার এমন ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।