ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের তিন নেতা কারাগারে

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বগুড়ায় জামায়াতের তিন নেতা কারাগারে

বগুড়া: বগুড়ার কাহালু ও আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কাহালু উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মোমেন এবং আদমদীঘি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বাবু কাজী।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বুধবার (০৯ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমীত কুণ্ডু ও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমবিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।