ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিল পেছাতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আওয়ামী লীগের কাউন্সিল পেছাতে পারে মাহবুব উল আলম হানিফ

ঢাকা: আওয়ামী লীগের কাউন্সিল আগামী ২৮ মার্চের পরিবর্তে আরও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
 
বুধবার (০৯ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


 
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে হানিফ বলেন, এবারই প্রথম দলীয় ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নেতা-কর্মীরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। এসব বিষয় চিন্তা করে আগামী আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে।
 
গত ৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৮ মার্চ দলটির ২০তম কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছিল।
 
আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।
 
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের যে কোন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন হানিফ।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।