ময়মনসিংহ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে ডাকা জামায়াতের হরতালের প্রভাব নেই ময়মনসিংহে।
বুধবার (৯ মার্চ) সকাল থেকেই স্বাভাবিক জনজীবন।
নগরজুড়ে চলাফেলা করছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ট্রাক ও পিকআপ। শহরের বেশিরভাগ দোকান পাট খোলা। স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরাই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, হরতালে ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ জানান, হরতাল ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলেনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১
এএ/