ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে নিরুত্তাপ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ময়মনসিংহে নিরুত্তাপ হরতাল

ময়মনসিংহ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে ডাকা জামায়াতের হরতালের প্রভাব নেই ময়মনসিংহে।

বুধবার (৯ মার্চ) সকাল থেকেই স্বাভাবিক জনজীবন।

ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস চলাচলে ছন্দপতন হয়নি। ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক।

নগরজুড়ে চলাফেলা করছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ট্রাক ও পিকআপ। শহরের বেশিরভাগ দোকান পাট খোলা। স্বত‍ঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরাই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, হরতালে ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ জানান, হরতাল ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলেনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।