ঢাকা: আওয়ামী মৎসজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল বাশার।
সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (০৯ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সম্মেলনের জাতীয় অধিবেশন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল ও কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বাদশা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত মৎসজীবী লীগের কমিটির অন্য নেতারা হলেন সহ-সভাপতি শেখ আজগর, অ্যাডভোকেট হারুন অর রশিদ, আমিনুল হক বাবুল সরকার, আব্দুল গফুর, সাইফুল আলম মানিক, অ্যাডভোকেট চিত্তরঞ্জন তালুকদার, টিপু সুলতান, অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তসলিম হোসেন লিটন। অর্থ সম্পাদক জয়নুল আবেদীন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান আলী গোলদার, দফতর সম্পাদক অনুকুল চন্দ্র মণ্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক শিকদার মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম জাহান ভূঁইয়া, সাইফুল ইসলাম সারু ও হাসিবুর রহমান রিজন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমইউএম/এএটি/আরআই