ঢাকা: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আলবদর নেতার ফাঁসি বহাল রাখা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবে।
বুধবার (৯ মার্চ) রাজধানীতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের পর হরতালবিরোধী বিক্ষোভ মিছিলও করা হয়।
ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাসনামল হচ্ছে রাজনৈতিক স্বস্তির শাসনামল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে বলেই এ দেশ আজ বিশ্বে বিস্ময়। বাংলাদেশ আজ সারাবিশ্বের অনুকরণীয়।
মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিয়ষক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল ও গাজী সারোয়ার হোসেন বাবু।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
টিএইচ/এইচএ/