ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে শিবিরের আস্তানা থেকে অস্ত্র-বোমাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
যশোরে শিবিরের আস্তানা থেকে অস্ত্র-বোমাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে জামায়াত-শিবিরের গোপন গুহার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বসুন্দিয়া এলাকার বিল্লাল ও নুরুজ্জামান নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়।



বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় এই গুহার সন্ধান পায় পুলিশ। পরে ওই গুহা থেকে ৬টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, বড় ধরনের নাশকতা পরিকল্পনার উদ্দেশে গুহার আদলে জামায়াত-শিবির এ আস্তানা তৈরি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে বিল্লাল ও নুরুজ্জামান নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।

এ সময় হাত বোমা ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিবিরের গোপন গুহার ব্যাপারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে সংবাদ মাধ্যমকে সব তথ্য জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ১০ মার্চ ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।