ঢাকা: দুই বছর ধরে ‘নিখোঁজ’ থাকা রাজধানীর তেজগাঁও এলাকার ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনের বিষয় নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুমনের মায়ের করা এক আবেদনের (হেবিয়ার্স কর্পাস) শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১০ মার্চ) এ রুল জারি করেন।
রুলে ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম সুমনকে গ্রেফতার বা অপহরণ বা নিখোঁজ করা এবং দুই বছরেরও বেশি সময় তাকে আটক বা তার নিখোঁজ থাকা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
সাতদিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসকসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুমনের মা হাজেরা খাতুনের করা আবেদনে বেশ কয়েকটি অপহরণের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করা হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এহসানুর রহমান।
মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তার অপর তিন বন্ধুর সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মানাধীণ ভবনের নিচে বসে গল্প করছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর কালো পোশাক পরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই চারজনকে ধরে নিয়ে যান। এ সময় তাদের সঙ্গে র্যাব-১ লেখা একটি মাইক্রোবাস ও তিনটি গাড়ি ছিল। এ ঘটনায় সুমনের মা থানায় ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একাধিক চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন ৬ বার মন্ত্রণালয়কে চিঠি দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছিল না কমিশন।
সর্বশেষ একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার কমিশনকে জানায়, চারজনের মধ্যে একজনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তাই একই ঘটনায় নতুন করে মামলা করার সুযোগ নেই। আজ পর্যন্ত সুমনের খোঁজ মেলেনি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
ইএস/এএসআর