ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বগুড়ায় আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বগুড়ায় আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে ২০জন আহত হয়েছেন।


 
শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে আল আমিন, মুকুল, আসাদুল (কসাই), মিন্টু, আবু তালেব আকন্দ, আসাদুল আব্দুল হান্নানের নাম জানা গেছে।
দলীয় সূত্র জানায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে দু’জন দলীয় মনোনয়ন চান। এ কারণে ভোটের আয়োজন করা হয়।

বিকেল ৩টা থেকে শেরুয়া বটতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কাউন্সিলরদের ভোট নেওয়া হয়। নির্বাচনে ৮২জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া উপস্থিত ছিলেন।
 
পরে গণনা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া ফলাফল ঘোষণা করেন।

এতে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবলীগ নেতা আল আমিন ৪৫ ভোট, আর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ ৩৭ ভোট পান।   
 
এ ফলাফল ঘোষণার পরপরই আবু তালেবের সমর্থকরা লাঠিসোটা নিয়ে আল আমিনের সমর্থকদের ওপর হামলা চালান।

একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থেলে এসে ফাঁকা গুলি ও লাঠিপেটা করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
 
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। তবে কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চালাচল বন্ধ ছিলো।

বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এমবিএইচ/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।