ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাসকিন-সানির অবমাননার জবাব দেবে জনগণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
তাসকিন-সানির অবমাননার জবাব দেবে জনগণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার ‘গতিদানব’ তাসকিন আহমেদ ও ‘ঘূর্ণি জাদুকর’ আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

তিনি বলেছেন, তাসকিন-সানির সামান্য অবমাননা হলে বাংলাদেশের তরুণরা বাঘের গর্জন দিয়ে জবাব দেবে।



জাতীয়তাবাদী কর্মজীবী দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ‍উপলক্ষে শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ভারতের ধর্মশালায়। তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয় তুলে নেয় টাইগাররা।

ওই ম্যাচেই তাসকিন ও সানির বোলিংয়ে ‘সন্দেহজনক অ্যাকশন’ দেখতে পান আইসিসির কর্মকর্তারা।

শনিবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাই যাচ্ছেন স্পিনার আরাফাত সানি। আর তাসকিন যাচ্ছেন সোমবার (১৪ মার্চ)।

জাগপা শফিউল আলম প্রধান বলেন, ভারতের মাটিতে তাসকিন ও আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা পরীক্ষা দিতে যাচ্ছে, ভারত কী চাচ্ছে জানিনা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এসই/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।