পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতাগুলিসাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ইউনিয়নের টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরে হলতাগুলিসাখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশীদের সমর্থক জাকির হোসেন নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সমর্থক একই গ্রামের মো. আলমের নেতৃত্বে থেকে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে জাকিরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বশির আহম্মেদ বাংলানিউজকে জানান, জাকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হলতাগুলিসাখালী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসআর