বরিশাল: গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ইউনিয়নের কুড়িরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় আশোকাঠী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে মোটরসাইকেলে করে কুড়িরচরে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন।
এ সময় তার স্ত্রী খালেদা বেগমের নেতৃত্বে স্থানীয় অনেক নারী ছাত্রলীগের নেতাকর্মীদের ঘেরাও করে মারধর করে। ছাত্রলীগ কর্মীরা পালিয়ে রক্ষা পেলেও তাদের ব্যবহৃত ৪/৫টি মোটরসাইকেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
তবে, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের সমর্থকরা জানিয়েছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী খালেদা বেগমসহ (৪০) কয়েকজন নারী আহত হয়েছেন।
এদিকে, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাংলানিউজকে জানান, নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল ও গণসংযোগ করছিলেন তারা। এ সময় মোটরসাইকেল বহরের পিছনের দিকে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমজেড