ঢাকা: শত শত উপদেষ্টা দিয়ে বিএনপির গুলশান অফিস ভর্তি করলে দেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তমঞ্চ আলোচনা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, শত শত উপদেষ্টা বানিয়ে গুলশান অফিস (বিএনপি অফিস) ভর্তি করলে দেশের পরিবর্তন হবে না। আজ সুযোগ্য, সাহসী নেতার অভাব কোনো নেই।
নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, হাইকোর্ট দখল করার জন্য যে ঘটনা ঘটিয়েছে তা বলার অবকাশ নেই। পুলিশ যখন আইন-শৃঙ্খলা রক্ষার কাজ বাদ দিয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের আটকে রাখার কাজে ব্যস্ত তখন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
বাংলাদেশ ব্যাংকের আটশ’ মিলয়ন ডলার চুরি হওয়া নিয়েও সমালোচনা করেন তিনি।
যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এসই/এএ