ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভের টাকা সরানো সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, দেশের মানুষ এটা বিশ্বাস করবে না যে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভের অর্থ সরানো সম্ভব।
শনিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।
রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা ও স্মারক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যারিস্টার মওদুদ বলেন, আজকে দেশে কোনো কঠিন রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও কেন এতো অস্থিরতা। শিশু হত্যা শুরু হয়েছে, দেশে কী কোনো আইন-শৃঙ্খলা নাই যে এমন হতে পারে?
‘এখন থাবা দিয়েছে সেন্ট্রাল ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) ওপর। আমাদের রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে। এটা কী কেউ বিশ্বাস করবে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া টাকা সরানো সম্ভব হয়েছে, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে না। ’
যুক্তরাজ্য কার্গো বিমান বন্ধের ঘোষণা দেওয়ার সমালোচনা করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যাতায়াতের কী অবস্থা হবে ভাবতে পারেন? তাতে মনে হয় বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। ’
‘কিছু দিন আগে শুনেছিলাম মালয়েশিয়া ১৫ লাখ শ্রমিক নেবে এটা তো আনন্দের ছিল, কিন্তু এখন শুনলাম চুক্তি বাতিল করে দিয়েছে। ’
সরকারের জবাবদিহিতা না থাকার কারণে এধরনের ঘটনা ঘটছে বলেও মনে করেন তিনি।
ব্যারিস্টার মওদুদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নাই, যা না থাকলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করে। এই শূন্যতার সুযোগ নিয়ে যারা সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের আবির্ভাব হওয়া অবধারিত। আজকে সেটাই দেখতে পাচ্ছি। এটা আওয়ামী লীগ-বিএনপির বা কোনো দলের বিষয় নয়, সমস্ত জাতির সমস্যা, এটা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে।
বিএনপি সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে জানিয়ে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-উগ্রবাদ এগুলোকে প্রত্যাখান করি। বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদকে নির্মূল করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, রাজনীতি অনেকটা দুর্বৃত্তায়নের মধ্যে ঢুকে গেছে, সেই জায়গা থেকে বের হওয়া দরকার। দেশে এখন গণতন্ত্র নেই, যাদু মিয়ার মতো একজনও থাকলে আমরা এগিয়ে যেতে পারতাম।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংবাদিক সাদেক খান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি ও প্রয়াত মশিয়ূর রহমান যাদু মিয়ার নাতি জেবেল রহমান গাণি, মশিয়ূর রহমানের মেয়ে রিতা রহমান প্রমুখ বক্তব্য দেন।
মশিয়ূর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এমআইএইচ/এমএ