ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা চান বিএনপি দলীয় প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা চান বিএনপি দলীয় প্রার্থী

সারিয়াকান্দি (বগুড়া): ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে অবস্থিত বোহাইল ইউনিয়নের ৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাধারণ ভোটারদের নিরাপত্তা চেয়েছেন বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মজিদ মণ্ডল।

শনিবার (১২ মার্চ) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন।



অভিযোগে উল্লেখ করা হয়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল হক অভিযোগের বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।