ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: আগামী ২২ মার্চ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের কবি জসিম উদ্দীন হলে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের অভিভাবক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি বিপুল ঘোষ, অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কে এম সেলিম, অনিমেষ রায়, আক্কাস হোসেন, মোশাররফ হোসেন মুশা মিয়া, জালালউদ্দীন আহমেদ, কাজী শফিকুর রহমান, কাজী হেদায়েতুল্লাহ সাকলাইনসহ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ০৫ মার্চ জেলা আওয়ামী লীগের নেতারা একটি বর্ধিত সভা করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে এ সম্মেলনের সব দায়িত্ব দেওয়া হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ মে জেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় আট মাস পর গঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। যদিও সেই কমিটিতে ভাঙ্গা উপজেলার ১৭ নেতার স্থান পাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

২০১০ সালের ২৪ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলুর মৃত্যু হয়। এরপর ১নং যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।