পাথরঘাটা (বরগুনা): ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ন¤¦র চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, ওই গ্রামের আলী আকবর মোল্লা, জসিম উদ্দিন, তরিকুল ইসলাম, মিরাজ হোসেন, দুলাল মিয়া, নিজাম উদ্দিন, বেল্লাল মিয়া, ইদ্রিস মিয়া, ছগির হোসেন, রাজা মিয়া, আক্কেল আলী, আ. জলিল খলিফা, নান্না মিয়া ও মো. সুলতান মিয়া। এদের মধ্যে আক্কেল আলী, আলী আকবর মোল্লা, তরিকুল ইসলাম ও রাজা মিয়ার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ইউনিয়নের ৭ ন¤¦র ওয়ার্ডের সদস্য প্রার্থী কবির মোল্লা উঠান বৈঠক শেষে কর্মীদের নিয়ে খাওয়া-দাওয়া করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তার প্রতিদ্বন্দ্বী মো. ছগির মিয়ার কর্মীদের নিয়ে সেখানে হামলা করেন। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে কবির মোল্লার ১২ জন ও ছগির মিয়ার ২ কর্মী আহত হন।
রাত ১২টার দিকে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে রাতেই ১০ জনকে বরিশালে পাঠানো হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসআর