চুয়াডাঙ্গা: প্রকাশ্যে দিবালোকে চুয়াডাঙ্গার মাছ ব্যবসায়ী হানিফুর রহমান ভুলু হত্যার ঘটনায় ছাত্রলীগের ৭ কর্মীসহ ১০ জনের নামে মামলা দায়ের হয়েছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা সাফিয়া খাতুন।
পুলিশ আলোচিত এ মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রেকর্ড করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মামলাটি পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত কাজ শুরু করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের ফেরিঘাট রোড এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে ভুলুকে কুপিয়ে হত্যা করে। এ সময় আকাশ নামে আরো একজনকে কুপিয়ে জখম করা হয়। তাকেও আশাঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার ২ ঘণ্টা পর পুলিশ শহরের টাউন ফুটবল মাঠের সামনে হোটেল শয়ন বিলাসে অভিযান চালায়। উদ্ধার করা হয়, ২টি ধারালো দাসা, ৩৪টি জিআই পাইপ, খালি ফেনসিডিল ও মদের বোতলসহ একটি মোবাইল ফোন। আটক করা হয় ছাত্রলীগের তিন কর্মীকে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসএইচ