ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরের আদালতে মাহফুজ আনাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
গাজীপুরের আদালতে মাহফুজ আনাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মানহানির মামলায় জামিন নিতে গাজীপুরের আদালতে হাজির হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।

সোমবার (১৪ মার্চ) সকালে তিনি আদালতে হাজির হন।



গত ১৭ ফেব্রুয়ারি পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

পরে আদালত মামলাটি আমলে নিলে আসামির প্রতি সমন জারি করায় সকালে আদালতে হাজির হন মাহফুজ আনাম।
 
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।