ঢাকা: রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
সোমবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন,‘গত ৬ মার্চ সকাল ১০টায় ১০/১২ জনের একদল সাদা পোশাকধারী ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খিলক্ষেতের বাসা থেকে বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুকে মাইক্রোবাসে করে ধরে নিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরআই