ঢাকা: ইউপি নির্বাচনে শাসক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
সোমবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধীর রাজবংশী ও দৈনিক রূপবাণী পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মীর রাতুলের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় তারা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মটরসাইকেল ও ক্যামেরা ভাংচুর করে হামলাকারীরা। আশ্চর্যে্যর বিষয় হলো আসামিদের বিরুদ্ধে মামলা করা হলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে, অথচ পুলিশ অজ্ঞাত কারণে তাদেরকে গ্রেফতার করছে না। ’
সংবাদ সম্মেলনে সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থক প্রার্থীদের ওপর সরকার দলীয় সমর্থকদের হামলার বিবরণ দিয়ে রিজভী বলেন, “এই হলো শেখ হাসিনার গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। ”
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরআই/