ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থীকে মারধর, মোটরসাইকেল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থীকে মারধর, মোটরসাইকেল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ভূঁইয়া ও তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে ইসলামী ঐক্যজোটের কর্মী-সমর্থকরা।

এসময় তারা সিরাজুলের মোটরসাইকেল ভাঙচুর ও তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সে বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় সিরাজুলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) বিকেলে পৌর এলাকার ভাদুঘর হুজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ভূঁইয়া, তার ছেলে শামস আল ইসলাম ভূঁইয়া, ইসলামি আন্দোলন জেলা কমিটির সম্পাদক মাওলানা নিয়াজুল করিম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ নোমান, আতিকুর রহমান।

আহত নিয়াজুল করিম বাংলানিউজকে জানান, মনোনয়ন দাখিলের আগেই ইসলামী আন্দোলন থেকে মেয়র প্রার্থী দিতে নিষেধ করেছিলেন ইসলামী ঐক্যজোটের নেতা ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুনিরুজ্জামান সিরাজী। প্রার্থী দেওয়ায় পরে এ নিয়ে ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা তাদের ওপর ক্ষিপ্ত ছিল। এরই জের ধরে সোমবার বিকেলে ভাদুঘর গ্রামে গণসংযোগে গেলে তাদের ওপর হামলা চালায় ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা।

তিনি আরো জানান, ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসা মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়া মাত্রই ইসলামী ঐক্যজোট কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় তারা মেয়র প্রার্থীর মোটরসাইকেল ভাঙচুর করে এবং সঙ্গে থাকা সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সে বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভেঙে ফেলে হামলাকারীরা।

এদিকে হামলার খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান ঘটনাস্থলে যান। ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে অনুরোধ করেছি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।