ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আশাশুনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আশাশুনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।

এ সময় তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার মনিপুর খেয়াঘাটে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন গাজী, কদম আলী, মনিপুর গ্রামের আব্দুল খালেকের নাম জানা গেছে। তাদের স্থানীয় জাইগিরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলাউদ্দিন গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আনুলিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের ভাই আমিনুর রহমান জানান, তার ভাই চেয়ারম্যান প্রার্থী হলেও তাকে দীর্ঘদিন এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন। বিকেলে তারা প্রচারণা শুরুর চেষ্টা করলে লিটনের লোকজন তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষে ৫ জন আহত হয়।

তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটন দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা তার নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামন বাংলানিউজকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।