ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মার্কায় নয়, যোগ্যদেরই ভোট দেবে সারিয়াকান্দির মানুষ

বেলাল হোসেন ও রফিকুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
মার্কায় নয়, যোগ্যদেরই ভোট দেবে সারিয়াকান্দির মানুষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা।

রাত-দিন ঘুম হারাম করে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বসে নেই কর্মী সমথর্করাও। সমানতালে ছুটছেন তারাও।

ভোটারের গায়ে প্রার্থীদের হাত, দোয়া চাওয়া, উন্নয়নের প্রতিশ্রুত, চা-নাস্তা-পান খাওয়ানো, সবই চলছে। ভোটাররাও সাড়া দিচ্ছেন। তবে দেশের জনগণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি সচেতন। তাই মুখ খুলছেন না কেউই। তাদের বক্তব্য, মার্কা দেখে নয়, যোগ্য প্রার্র্থী দেখে ভোট দেবেন তারা। এর আগে কোনো কথা নয়।
 
সারিয়াকান্দি উপজেলার যমুনা-বাঙালী নদী ভাঙনকবলিত বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে এমনই তথ্য জানা গেল।  
 
সরেজমিনে গিয়ে জানা যায়, সারিয়াকান্দির মানুষের কাছে এবারের ইউপি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তা পেয়েছে নতুন মাত্রা। দলীয় নেতাকর্মী-সমথর্করা প্রার্থীর পক্ষে জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারীরাও পিছিয়ে নেই। সমানতালে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন তারাও।  
 
দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণা ততই জমে উঠছে। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। হোটেল-রেস্টুরেন্ট, চায়ের কাপে বইছে ভোটের ঝড়। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নগুলোর পুরো এলাকা।
 
মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, ইদ্রিস আলীসহ একাধিক স্থানীয় ব্যক্তি বাংলানিউজকে জানান, চেয়ারম্যান প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারাও কৌশলে প্রার্থীদের ভোট দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন।
 
জাবেদ হোসেন ও মোজাহার আলী বাংলানিউজকে জানালেন, আওয়ামী লীগের আমলে বেশ উন্নয়ন হলেও সারিয়াকান্দি উপজেলা বিএনপির ঘাঁটি বলে পরিচিত। তাই নৌকা-ধানের শীষের কোনো প্রার্থীকেই এখানে খাট করে দেখার সুযোগ নেই। সবমিলিয়ে ভোটের ফলাফল কি দাঁড়ায়, তা দেখতে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 
তারা বলেন, বিপদে-আপদে যাদের কাছে পাবো, যারা গরীবের দুঃখ-কষ্ট বুঝবেন, ভোটে জেতার পর শহরে থাকবেন না, তাদেরকেই ভোট দেবো আমরা।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ১২ জন, বিএনপি দলীয় ১২ জন, জাতীয় পাটির দুইজন প্রার্থীসহ মোট ৬২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এছাড়া, সংরক্ষিত মহিলা আসনে ১২৮ জন, সাধারণ পুরুষ আসনে ৩৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন। এর মধ্যে মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৪ হাজার ৫৭৬ ও নারী ভোটার ৭৪ হাজার ৪২২।
 
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।