ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির কাউন্সিল করার যোগ্যতা ও সামর্থ্য নেই বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ও মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বিষয়টি ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা উচিত। কেননা এ রিজার্ভ চুরির পর বিএনপি সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চাইছে। অথচ বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাদের আন্তর্জাতিক জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক আছে।
তিনি বলেন, কাউন্সিল অধিবেশন নিয়ে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল। তা দেওয়ার পর তারা কাউন্সিল করতে রাজি হলো না। এর অন্যতম কারণ হলো ওই মাঠে যে জনসমাগম করতে হবে তা বিএনপির নেই। আমরা চাই বিএনপি হামাগুড়ি দিয়ে নয়, সোজা হয়ে চলুক।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্র টেকেনি।
সভায় আয়োজক সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি ও আয়োজক সংগঠনের নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
একে/জেডএস