ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপিতে হারিকেন দিয়েও প্রার্থী পাচ্ছে না বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ইউপিতে হারিকেন দিয়েও প্রার্থী পাচ্ছে না বিএনপি ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হারিকেন দিয়েও বিএনপি প্রার্থী খুঁজে পাচ্ছে না মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধরী মায়া বলেন, কারণ এদের কোনো অস্তিত্ব নেই।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুজিব সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



মায়া বলেন, দুর্নীতি, খুনি আর ষড়যন্ত্রকারীদের আড্ডা হচ্ছে বিএনপিতে। এরা চায় কীভাবে শেখ হাসিনাকে হত্যা ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে হবে। তাদের কাউন্সিলে নতুন কিছু আশা করা যায়না। খুনিদেরকেই তারা প্রাধান্য দিয়ে থাকে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মায়া বলেন, ইউপি নির্বাচনে বিএনপির নেত্রী হারিকেন নিয়ে নিজ দলের চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাচ্ছে না। কারণ খালেদার অপকর্মের কারণে বিএনপির সব প্রার্থী পানিতে ডুবে গেছে।

দেশের উন্নয়নকে ব্যহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ষড়যন্ত্র করে যদি কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিচ্যুতি করতে চায় তাদেরকে ক্ষমা করা হবে না।

২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না জানিয়ে তিনি খালেদার উদ্দেশে বলেন, আপনি (খালেদা) বাস মিস করে ফেলেছেন। দৌড়ায়ে ধরতে পারবেন না। জনগণের কাছে ক্ষমা চান। তারপর ১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দীন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।