ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে: হান্নান শাহ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কাউন্সিলের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে: হান্নান শাহ ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ

ঢাকা: বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল সফলের জন্য ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও সেবা উপ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।



হান্নান শাহ বলেন, কাউন্সিল সফলে ১শ’ সিসিটিভি, তিন ডজন আর্চওয়ে একশ’ ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রায় এক হাজার শৃঙ্খলাকর্মী সার্বক্ষণিক পুরো এলাকা মনিটর করবে।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আটশ’ আসন আছে। তাই মহানগর নাট্যমঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা চলছে।

অর্থ চুরির ঘটনায় শুধু বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান নয়; প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীরও পদত্যাগ দাবি করেছে বিএনপি। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

হান্নান শাহ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকে বাংলাদেশের সঞ্চিত ১০ কোটি ডলার চীনা হ্যাকাররা হাতিয়ে নেয় বলে সম্প্রতি ফিলিপিন্সের একটি সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ব্যাংক চ্যানেলে ফিলিপিন্সে ওই অর্থ নিয়ে সেখান থেকে ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্যদেশে নিয়ে যাওয়া হয় ওই অর্থ।

তিনি বলেন, আমার কাছে যে তথ্য আছে সেটা ৮শ’ কোটি টাকা নয়, ৮শ’ মিলিয়ন ডলার (৬ হাজার টাকারও বেশি)। এ ঘটনার জন্য গর্ভনর একা দায় নেবেন কেন? তার ওপরে মন্ত্রী আছেন, সরকার আছে। এটা যদি একটি বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে গভর্নরকে দায়ী করতাম। দেশের সম্পদ অন্যরা অথবা সরকারের পৃষ্টপোষকরা নিয়ে যাচ্ছেন এজন্য সরকারের পদত্যাগ করা উচিত।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজস ছাড়া এ ধরনের চুরির ঘটনা সম্ভব নয় দাবি করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, তাদের একটি তালিকা দেখেছি। সেই তালিকা গণমাধ্যমের বন্ধুরা চেক করবেন। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজস না হলে এ ঘটনা হতে পারতোনা। বড় কথা সরকার দায়িত্ব এড়াতে পারেনা।

বিএনপির এ নেতা বলেন, শুধু গর্ভনরকে দায়ী করা যাবেনা। ওনার সঙ্গে যে ডেপুটি গর্ভনর, জেনারেল ম্যানেজার আছেন; তাদের যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকতো এমন ঘটনা ঘটতে পারতোনা। তারা কারা এদের চিহ্নিত করুন।

এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ শৃঙ্খলা ও সেবা উপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।