ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ৩১ মার্চ। এক্ষেত্রে ৬৪৩টি ইউপির মধ্যে ৩১টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১৩ মার্চ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মাঠ পর্যায়ে পাঠানো তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, দ্বিতীয় ধাপে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির দেওয়া তথ্য মতে, এ ধাপে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ২ হাজার ৬৮৪ জন। যাদের মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫০৭ জন। আর স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ১৭৭ জন।
দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা দেখতে ক্লিক করুন
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের রয়েছেন ৬৪২ জন, বিএনপির ৫৬৪ জন, জাতীয় পার্টির ১৫৬ জন, জাসদের ২৪ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২ জন, জেপি’র ৫ জন, এনপিপি’র ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ২ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন প্রার্থী। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, ফেলাফত মজলিসের ১ জন, বাসদের ১ জন, বাংলাদেশ সাম্যবাদী দলের ১ জন ও জাকের পার্টির ৩ জন প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেই। এখানে স্বতন্ত্র প্রার্থী তিনজন।
এবার ছয় ধাপে দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপির নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের ৬২ প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ইইউডি/আইএ
** নির্বাচনে অনিয়ম হলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন