সাভার (ঢাকা): সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা মহিলা দলের সভানেত্রী মিনি আক্তার ঊর্মি জামিনে মুক্তি পেয়েছেন।
এক মাস কারাভোগ শেষে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিশ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতা ও গাড়ি ভাঙচুরসহ চরাটি মামলায় আসামি হয়ে মিনি আক্তার উর্মি গত ১৫ ফেব্রুয়রি আদালতে হাজির হন। আদালত তার জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠান।
মঙ্গলবার জজ কোর্টে তার আইনজীবী অ্যাডভোকেট নাজিমউদ্দিন ফের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টিআই