বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জের ভাষানচরে নির্বাচনী সহিংসতায় সমীর চারু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান প্যাদা (আনারস প্রতীক) নিহত সমীর চারুকে তার সমর্থক বলে দাবি করেছেন।
বুধবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে স্থানীয় বরইয়া বাজারে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ধরে এ ঘটনা ঘটে।
নিহত সমীর চারু (৪০) মেহেন্দীগঞ্জের বড়ইয়া গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
ভাষানচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চুন্নু বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে নৌকা মার্কার সমর্থকরা বরইয়া বাজারে চা-নাস্তা খাচ্ছিলো। এসময় আনারস মার্কার প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মজিবুর রহমান প্যাদার সমর্থকরা আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় নৌকা মার্কার সমর্থক সমীর চারুসহ প্রায় ১১/১২ জন আহত হয়।
এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সমীর চারুর মৃত্যু হয়। বাকী আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও আনারস মজিবুর রহমান প্যাদা (বিদ্রোহী প্রার্থী) বলেন, ভাষানচরের ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী ফরিদ ও সবুজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। বর্তমানে আমি ঢাকায় আছি, এখানে চেয়ারম্যান প্রার্থীদের কোনো বিরোধের সূত্রপাত নেই। যদি কেউ বলে থাকে সেটি মিথ্যে।
তিনি আরও বলেন, যিনি মারা গেছে তিনি ওই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি আমার সমর্থক হওয়াটাই স্বাভাবিক।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে, পুরো এলাকার এখনো কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
ওসি আরোও জানান, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, মেম্বর প্রার্থী ফরিদ ও সবুজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সমীর চারুর মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসএইচ