পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
বুধবার (১৬ মার্চ) দুপুরে মঠবাড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল।
লিখিত বক্তব্যে তিনি জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা বিএনপি প্রার্থীর কর্মীদের মারধর, মাইক ভাঙচুর, মাইক ছিনিয়ে নেওয়া, ও প্রাণনাশের হুমকি এবং দেশীয় অস্ত্র-শস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছে।
রুহুল আমীন দুলাল বলেন, বিএনপি প্রার্থীর কর্মীদের মিথ্যা মামলা- হামলা দিয়ে হয়রানি ও বাড়িতে বাড়িতে গিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এতে করে কর্মীরা ঘরে অবরুদ্ধ হয়ে পড়ছে।
এছাড়া আওয়ামী লীগ কর্মীরা বড়মাছুয়া বিএনপি অফিস ভাঙচুর করে তালা ঝুঝিলে দিয়ে প্রার্থী মীর মনির উদ্দিন ছগিরকে নির্বাচনের আগেই সরাসরি দেশ ত্যাগের হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কে,এম হুমায়ূন কবির, চেয়ারম্যান প্রার্থী মো. ছগির হোসেন, এসএম মনিরুজ্জামান, কামরুল আহসান খোকন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম হামিম মৃধা, এসএম ফেরদৌস রুম্মান, তোতাম্বর হোসেন, জাহাঙ্গীর হোসেন সেলিম, তরিকুল ইসলাম মধু ও মীর মনির উদ্দিন ছগির।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএ