ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
শেখ হাসিনাকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো বিএনপি

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যষ্ঠ জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানালো বিএনপি।

বুধবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কাউন্সিলের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।


 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৫টার পরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।

দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন ও যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
 
১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এতে দেশ-বিদেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে কাউন্সিলের আমন্ত্রণপত্র বিতরণ করে দিয়েছেন বিএনপি নেতারা।

২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায় বিএনপি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।